Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন ডিজিটাল সেন্টার

ষোলটাকা ইউনিয়ন তথ ও সেবা কেন্দ্রের অবস্থানের বিবরন-

ক্রমিক

বিবরন

০১

নামঃ ইউনিয়ন ডিজিটাল সেন্টার

০২

অবস্থানঃ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন

০৩

স্থাপন কালঃ ১১ নভেম্বর ২০১০ খ্রিঃ

০৪

যোগাযোগঃ  উপজেলা সদর থেকে পূর্ব দিকে ১০ কিঃমিঃ দুরুত্বে জুগীরগোফা গ্রাম মুখি রাস্তা পার্শ্বে।

ষোলটাকা ইউনিয়ন তথ ও সেবা কেন্দ্রের কাজকর্ম 

-স্থানীয় আয় বর্ধন মুলক সেবা-

ইমেইল, স্ক্যানার, কম্পোজ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজ, ইন্টারনেটে ভিডিওর মাধ্যমে কথা বলা, ফটোষ্ট্যাট, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী ফর্ম, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল, বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তি রেজিষ্ট্রিশন, জন্ম সনদ, সনদ পত্র, ভোটার আইডি, দলিলপত্র বা এ ৩ সাইজের মধ্যে সীমাবদ্ধ যে কোন কাগজে লিখিত বা মুদ্রিত বিষয়ের প্রতিচ্ছবি করা হয়।

ইন্টারনেট ব্যবহার করে বিদেশে স্বজনে সাথে কথা-

ইউনিয়ন এলাকার সাধারন মানুষ ও ছাত্র/ছাত্রীরা ইন্টারনেট ব্যবহার  করছে এবং ইন্টারনেট ব্যবহর করে তারা তাদের প্রিজনকে দেখতে পাচ্ছে। সেই সাথে নিজেদের আপন জনের কাছে এখান থেকেই ইমেইল পাঠাতে পারছে।

-মাল্টিমিডিয়া প্রজেক্টর-

বিভিন্ন অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া দিয়ে অর্থ আয় করা হচ্ছে এবং জনগনের মাঝে বিভিন্ন বিষয় সম্পর্কে অভিহিত করা হচ্ছে।

 

ফটোষ্ট্যাট-

স্থানীয় বাজারের থেকে কম মুল্যে ফটোষ্ট্যাটের সুবিধা প্রদান করা হয়।

-কম্পিউটার কম্পোজ-

যে কোন ড্রাফট কম্পিউটার এ টাইপ করে প্রিন্টারের মাধ্যমে ছাপানো হয়।

-ছবি তোলা-

সুলভ মুল্যে ছবি তুলে ২ মিনিটেরমধ্যে সেবা দেওয়া হয়।

-স্ক্যানার-

যে কোন কাগজ সরাসরি স্ক্যানারের মাধ্যমে প্রিন্ট ইমেইল ও কম্পিউটারের রাখা হচ্ছে।

- দেশ বিদেশে মোবাইলে কথা বলা-

সাধারন মানুষকে মোবাইলের মাধ্যমে ফোন কলে সেবা দেওয়অ হচ্ছে। এতে সাধারন বিশেষ ভাবে উপকৃত  হচ্ছে।