Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ষোলটাকা ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা নাম করনের ব্যাপারে প্রবীণদের মুখে শোনা যায় ব্রিটিশ আমলে সর্ব প্রথম জমিদারী প্রথা চালু হলে সেই সময়ে এই মহলে সর্বোচ্চ খাজনা আদায় হয়েছিল ১৬ টাকা। তখন জমিদার মহাসয় মহালটিকে ১৬ টাকা মহাল হিসাবে চিহ্নত করতেন। সেই থেকে কাল ক্রমে অত্র মহলটির নাম ষোলটাকা হিসাবে পরিচিতি পায় বলে কথিত আছে। ষোলটাকা ইউনিয়নের পূর্বে ঃ মাথাভাঙ্গা নদী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার সীমানা। পশ্চিমে ঃ মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক, সাহারবাটী ইউনিয়ন ও গাংনী পৌরসভার সীমানা। উত্তরে ঃ মটমুড়া ও বামন্দী ইউনিয়নের সীমানা। দক্ষিনে গাংনী হাটবোয়ালীয়া সড়ক। এর আয়তনঃ ২৮.৭৬ বর্গ কিলোমিটার। অত্র ইউনিয়নের নিজেস্ব জমির পরিমান ১২.৫০ একর। তন্মধ্যে ১৬ শতক জমির উপর পুরানত ভবন অবস্থিত। ২১ শতক জমিতে সহড়াবাড়ীয়া হাট ৫২ শতক জমির উপর নতুন কমপ্লেক্স ভবন। এছাড়া বাকী জমিতে ইউপি রাস্তা ও খাল আছে।