ষোলটাকা ইউনিয়নে বিভিন্ন খাল ও বিলের তালিকা নিম্নে দেওয়া হলোঃ
১। নুনার বিলঃ সহড়াবাড়ীয়া গ্রামে নুনার বিল অবস্থিত। নুনার বিলে প্রচুর পরিমানে মাছ চাষ করা হয়।
২। মুন্দাইল বিলঃ জুগীরগোফা ও সহড়াবাড়ীয়া গ্রামের মাঝখানে মুন্দাইল বিল। ইউনিয়ন পরিষদের পূর্ব দিকে অবস্থিত এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়।
৩। মড়কা খালঃ ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকে মড়কা খাল অবস্থিত পরিষদ থেকে ৫ কিলোমিটার দুরে।
৪। নদীঃ ইউনিয়ন পরিষদের পূর্ব দিকে অবস্থিত মাতাভাঙ্গা নদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস