ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা নাম করনের ব্যাপারে প্রবীণদের মুখে শুনাযায় ব্রিটিশ আমলে সর্ব প্রথম জমিদারী প্রথা চালু হলে সেই সময়ে এই মহলে সর্বোচ্চ খাজনা আদায় হয়েছিল ১৬ টাকা। তখন জমিদার মহাসয় মহালটিকে ১৬ টাকা মহাল হিসাবে চিহ্নত করতেন। সেই থেকে কাল ক্রমে অত্র মহলটির নাম ষোলটাকা হিসাবে পরিচিতি পায় বলে কথিত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস