৬ নং ষোলটাকা ইউনিয়ন পরিষদ কার্যালয়
ডাকঘরঃ ষোরটাকা, উপজেলাঃ গাংনী, জেলাঃ মেহেরপুর ।
সুত্রঃ তারিখঃ
অধিবেশন নং ১৩/২০১২-২০১৩
স্থানঃ ইউঃ পিঃ অফিস
তারিখঃ ২৮/০৫/২০১৩ ইং
সময়ঃ বেলা ১০.০০ ঘটিকা
বিশেষ সভা
২৮/০৫/২০১৩ইং তারিখের বেলা ১০.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের
বিশেষ সভায় গৃহিত ২০১৩-২০১৪ অর্থ সালের বাজেটের প্রস্তাব ও আলোচনার সিদ্ধান্ত সমূহের অবিকল নকল ।
উপস্থিত সদস্যগনের নাম
১। মোঃ ছাবদাল হোসেন ইউ পি চেয়ারম্যান ২। মোঃ মতিয়ার রহমান ইউ পি সদস্য
৩। ” আশরাফ আলী ” ” সদস্য ৪। ” উসমান গনী ” ” ”
৫। ” আজিজুল হক ” ” ” ৬। ” আঃ গনী ” ” ”
৭। ” রফিকুল ইসলাম ” ” ” ৮। ” দেলোযার হোসেন ” ” ”
৯। ” আমান উল্লা ” ” ” ১০। ” নাজমিন আক্তার ” ” ”
১১। ” মোছাঃ গুলশানারা খাতুন ” ” ১২। ” আফরোজা খাতুন ” ”
চেয়ারম্যান জনাব মোঃ ছাবদাল হোসেন সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা হইল ।
সভায় ১ নং আলোচ্য বিষয় ২০১৩-২০১৪ অর্থ সালের বাজেট অনুমোদন সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হইল । বিস্তারিত আলোচনায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত ০১/০১/০৫ ইং তারিখের স্বারক নং ইপ/বিবিধ-২৫/৯৯/৩৭ এর নির্দেশ মোতাবেক তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীলতা, স্বচ্ছতা, জবাবদীহিতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গত ২০/০৫/২০১৩ ইং তারিখে বেলা ১০.০০ ঘটিকার সময় সুশীল সমাজ, গন্যমান্য ও পেশাজীবি ব্যাক্তিবর্গের সমন্বয়ে জন সচেতনা ও বাজেটের স্বচ্ছতা এবং গ্রহনযোগ্যতা নিশ্চিত করণের নিমিত্তে খসড়া বাজেটের উপর বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা পূর্বক খসড়া বাজেটের কিছু সংশোধন করা হইল।উক্ত বাজেট অনুমোদন সভায় সর্ব সম্মতিক্রমে নি¤œ লিখিত সিদ্ধান্ত সমূহ গ্রহন করতঃ চুড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার গাংনীকে অত্র সভা বিশেষ ভাবে অনুরোধ জানাইলেন ।
অত্র সভায় সর্ব সম্মতিক্রমে আরো সিদ্ধান্ত গৃহিত হইল যে, ২০১৩- ২০১৪ অর্থ সালের ট্যাক্স ধার্যের প্রস্তাব সমূহ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ) আইন- ২০০৯ এর ভিতিত্তে অত্র ইউনিয়ন ট্যাক্স, রেইট, টোল, ফিস, ব্যবসা-বানিজ্য, সিনেমা নাটক ইত্যাদি প্রমোদমূলক অনুষ্ঠান মালা লাইসেন্স পারমিট ইত্যাদির উপর নি¤œ লিখিত ভাবে ধার্য করা হইল ।
অত্র সভায় বিস্তারিত আলোচনা সাপেক্ষ্যে সর্ব সম্মতিক্রমে ২০১৩-১৪ অর্থ সালের যাবতীয় ব্যয়ভার বহন করিবার নিমিত্তে , ২,০০,০০০/= ( দুই লক্ষ) টাকা হাল ট্যাক্স ধার্য করা হইল এবং অন্যান্য বিবরন নি¤েœ দেওয়া হইল ঃ
১। দালান কোঠা ও জমির বার্ষিক মূল্যের উপর ট্যাক্স ----------- -------= ৭.৫% ভাগ ।
২। পেশা, ব্যবসা ও বৃত্তির উপর ট্যাক্স ---------------------- ------------= ২.৫% ভাগ ।
৩। (ক) বনিক, স্বর্ণকার, কর্মকার, মহাজন, হোলসেলার, হাটের ইজারাদার, আড়ৎদার ও জোতদারের
উপর ট্যাক্স = ২% ভাগ ।
(খ) ডাক্তার, ইঞ্জিনিয়ার ও উকিলঃ-
১। যাহারা আয়কর দেন = ১০০/= টাকা হতে ১৫০/= টাকা ।
২। যাহারা আয়কর দেন না = ২০০/= টাকা হতে ৩০০/= টাকা ।
(গ)মিলারঃ- ১। যাহারা আয়কর দেন= ১০০/= টাকা হতে ১৫০/= টাকা ।
২। যাহারা আয়কর দেন না = ২০০/= টাকা হতে ৩০০/= টাকা ।
(ঘ)যানবাহন ও অন্যান্য এর উপর ট্যাক্স ঃ-
(১)গরু/মহিষের গাড়ীর উপর বার্ষিক ট্যাক্স = ৪০/= টাকা হতে ৬০/= টাকা ।
(২)ঘোড়ার গাড়ীর উপর বার্ষিক ট্যাক্স = ৫০/= টাকা হতে ৭০/= টাকা ।
(৩)বাইসাইকেলের উপর বার্ষিক ট্যাক্স = ১০/= টাকা হতে ১৫/= টাকা ।
(৪)ভ্যান/রিক্সা এর উপর বার্ষিক ট্যাক্স = ১৫/= টাকা হতে ২০/= টাকা ।
(৫)মোটর সাইকেলের উপর বার্ষিক ট্যাক্স = ৫০/= টাকা হতে ১০০/= টাকা ।
(৬)পেশা ভিত্তিক লাইসেন্স পারমিট বাবদ বার্ষিক ফিস = ৩০০/= টাকা ।
(৭)আড়ৎদারের নিজস্ব ঘরের উপর বার্ষিক ট্যাক্স = ৩০০/= টাকা ।
(৮)আড়ৎদারের ভাড়ার ঘরের উপর বার্ষিক ট্যাক্স = ১৫০/= টাকা ।
৪। আদায় কমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনার পর সর্ব সম্মতিক্রমে হোল্ডিং ট্যাক্স আদায় বাবদ কমিশন শতকরা ১৫% হারে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হইল ।
৫। সভায় আরো সিদ্ধান্ত গ্রহন করা হইল যে, অত্র ইউনিয়ন পরিষদের মাসিক সভা প্রতি ইংরাজী মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার বেলা ১০.০০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের আফিস গৃহে অনুষ্ঠিত হইবে । ঐ দিন যদি সরকারী ছুটির দিন হয় তবে ঐ মাসিক সভা পরের দিন অনুষ্ঠিত হইবে । তাছাড়া ঐ মাসিক সভার দিন যদি চেয়ারম্যান সাহেব সরকারী কোন কাজে উপজেলা বা জেলায় অথবা অন্যত্র গমন করেন তবে চেয়ারম্যান সাহেব উক্ত সভার দিন
পরিবর্তন করিতে পারিবেন বলিয়া সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হইল ।
২০১৩-২০১৪ অর্থ সালের বাজেট এষ্টিমেট সর্ব সম্মতিক্রমে নি¤œ লিখিত ভাবে প্রস্তাব গৃহিত ও অনুমোদন করা হইল ।
ক্রঃ নং | আয়ের খাত (প্রাপ্তি ) | টাকার পরিমান | ক্রঃ নং | ব্যয়ের খাত | টাকার পরিমান |
০১ | ০২ | ০৩ | ০১ | ০২ | ০৩ |
ক) | নিজস্ব উৎসঃ- বশত বাড়ীর বার্ষিক মূল্যের উপর ট্যাক্স কর, রেট ফিস,হাল। | ২০,০০,০০০/= | ক) | রাজস্ব ব্যয়ঃ- | - |
খ) | বশত বাড়ীর উপর ট্যক্স বকেয়া | ৫০,০০০/= | ১) | চেয়ারম্যানও সদস্যগনের ভাতা | ৪,৬৮,৪০০/ |
০২ | ব্যবসা পেশা ও জীবিকার উপর কর | ০০ | ২) | সচিব ও অন্যান্যকর্মচারীর বেতন |
|
ভাতা বাবদ | ৪,৪৮,৮০০/= |
|
|
|
|
০৩ | বিনোদন করঃ- | - | ৩) | নৈশ প্রহরী ও ঝাড়–দারের বেতন | ২৪,০০০/= |
ক) | সিনেমার উপর কর | - | ৪) | জন্ম নিবন্ধন ডাটাএন্ট্রি অপারেটর | ৩০,০০০/= |
খ) | (যাত্রা, নাটকঅন্যান্যবিনোদনমুলক |
|
|
|
|
অনুষ্ঠানের উপর কর | - | খ) | সংস্থাপন ব্যয়ঃ- | - |
|
০৪ | পরিষদ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স পারমিট ফিস। | ২০,০০০/= | ১) | ষ্টেশনারী, বিবিধ, বিদ্যুৎ বিল,সেরেস্তাও সংস্থাপন বাবদ। | ৬৪,৫০০/= |
০৫ | ইজারা বাবদ প্রাপ্তি ঃ- | - | ২) | ট্যক্স আদায় কমিশন বাবদ | ৫০,০০০/= |
ক) | হাট/ বাজার হতে | ৫০,০০০/= | ৩) | আসবাবপত্র,জাতীয়দিবস,ক্রীড়া,সাংস্কৃতি | ১০,৪০০/= |
খ) | সায়রাত মহাল হতে | ৫,০০০/= | ৪) | শিক্ষা,খবরের কাগজ,দরিদ্র তহবিল | ৩০,০০০/= |
০৬ | অন্যান্য ঃ- | - | ৫) | বৃক্ষ রোপন ও পরিচর্চা | ১০,০০০/= |
ক) | বিবিধ খাতে আয় | ১০,০০০/= | গ) | উন্নয়ন মূলক ব্যয়ঃ- | - |
খ) | গ্রাম আদালত ফিস বাবদ | ২,০০০/= | ১) | যোগাযোগ(রাস্তানির্মানমেরামত,ছোটব্রীজ কারভার্ট নির্মানও আরসিসি পাইপ সরবরাহ | ৭,০০,০০০/= |
০৭ | জন্ম ও মৃত্যু নিবন্ধন ও সনদপত্র ফিস | ২০,০০০/= | ২) | স্বাস্থ্য ও স্যানিটেশন | ৩,০০,০০০/= |
| রাজস্ব খাতঃ- মোট | ৩,৫৭,০০০/= | ৩) | শিক্ষা ও খেলাধুলা খাতে | ৪,০০,০০০/= |
০৮ | ওপেনিং ব্যালান্স | ৩০,২০০/= | ৪) | পানি সরবরাহ | ৩,০০,০০০/= |
৯ | সরকারী সূত্রে প্রাপ্ত অনুদানঃ- ( উন্নয়ন ) | - | ৫) | প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা | ০০ |
ক) | ইউপি থোক বরাদ্দ | - | ৬) | দূর্যোগ ব্যবস্থাপনা | ০০ |
খ) | বর্ধিত থোক বরাদ্দ (এলজিএসপি) | ১৩,০০,০০০/= | ৭) | পয়ঃনিষ্কাশন ও বর্জ ব্যবস্থাপনা | ০০ |
গ) | দক্ষতাভিত্তিক বরাদ্দ | - | ৮) | কৃষি এবং বাজার | ০০ |
ঘ) | ভূমি হস্তান্তর করের ১% বাবদ | ৬,৮২,৩০০/= | ৯) | তথ্য ও প্রযূক্তি | ২,০০,০০০/= |
১০ | সরকারী সূত্রে প্রাপÍঃ- ( সংস্থাপন | - | ১০ | প্রশিক্ষণ/ শিখন সম্প্রসারন | ১,০০,০০০/= |
ক) | চেয়ারম্যান ও সদস্যগনের ভাতা | ১,৫৫,৪০০/= | ১১ | জন্ম ও মৃত্যু নিবন্ধন | ১,০০,০০০/= |
্ খ) | (সচিব ও অন্যান্য কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ | ২,০০,০০০/= | ১২ | অনুদান/ সাহার্য্য | ৩০,০০০/= |
ঘ) | স্থানীয় সুত্রে প্রাপ্তঃ- | - | ১৩ | চুড়ান্ত জের | ২৮,০০০/= |
১১ | উপজেলা পরিষদ কর্তৃক এডিপি টাকা | ৬,০০,০০০/= | ১৪ | অন্যান্য(কম্পিউটারপ্রশিঃপ্রিঃও কালি) | ৩০,৮০০/= |
ক) | জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত টাকা |
|
| মোট= | ৩৩,২৪,৯০০/= |
সত্বর এই বাজেট এষ্টিমেট মঞ্জুরী ও চুড়ান্ত অনুমোদনের নিমিত্তে উর্ধতন কতৃপক্ষের নিকট পাঠানোর জন্য চেয়ারম্যান সাহেবকে অত্র সভা বিশেষ ভাবে অনুরোধ জানাইলেন ।
সভায় আর কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ দিয়া সভা সমাপ্তি ঘোষনা করা হইল ।
মোঃ জহুরুল ইসলাম মোঃ ছাবদাল হোসেন (কালূ)
সচিব চেয়ারম্যান
৬ নং ষোলটাকা ইউনিয়ন পরিষদ ৬ নং ষোলটাকা ইউনিয়ন পরিষদ
গাংনী, মেহেরপুর । গাংনী, মেহেরপুর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস