ষোলটাকা ইউনিয়ন পরিষদের মানিকদিয়া গ্রামে এই কুমার শিল্প প্রতিষ্ঠিত। ঐতির্জ বাহি এ শিল্পের কারিগর গণ দীর্ঘ তিন চার পুরুষ যাবত বংশ পরস্পরাই এ শিল্প কর্ম চালিয়ে যাচ্ছে। নানা প্রতিকুলতার মধ্যেও এ শিল্প কর্ম এলাকায় অতি অল্প খরচে মাটির তৈরী তৈজস পত্র যেমন বিভিন্ন ধরনের রকমারি মাটির হাড়ি পাতিল, তাওয়, কড়াই, নান্দা, ল্যাট্রিনের পাট, বাহারী কলশি, দোইয়ের সোবা, মাটির ঝাঝুর, সহ বিভিন্ন প্রকারের গ্রিহস্থালিতে ব্যাবহার্য নিত্ত্য প্রোয়জনীয় জিনিস পাতি তৈরি করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস