মুন্দাইলের বিল জুগীরগোফা গ্রামে অবস্থিত। মুন্দাইলের বিল জুগীরগোফা গ্রামের পুর্ব দিকে প্রায় ১০০ একর জমি নিয়ে অবস্থিত এর পুর্ব দিকে শহড়াবাড়িয়া ও উত্তরে রাইপুর বাতান পাড়া গ্রাম। এটি একটি ঐতির্য্যবাহি বিল। সুস্ক মৌসুমে এখানে প্রুচুর পরিমাণে ধান উৎপাদিত হত। বর্তমানে এর অধিকাংশ জায়গা পুকুর কেটে জমির মালিক গণ ব্যাক্তি উদ্যোগে মাছ চাষ করছেন। এখানকার পুকুর গুলিতে বাংলাদেশের বিভিন্ন নদীর নামে এক এক টা পুকুরের নাম করন করা হয়েছে। এটি বর্তমানে একটি পিকনিক স্পর্ট নামেও পরিচিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস